ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

৩ দিনব্যাপী জাবিতে ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
৩ দিনব্যাপী জাবিতে ১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ছবি: প্রতীকী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) ‘১২তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) জুডোর সভাপতি মুসফিক-উস- সালেহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সব বিভাগের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনে থাকছে, বৃহস্পতিবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান, আন্তঃবিভাগ বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিভাগ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।

১৪ ডিসেম্বর (শুক্রবার) সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার সেমি ফাইনাল রাউন্ড।

১৫ নভেম্বর (শনিবার) থাকছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০১৮-র ফাইনাল ও প্রদর্শনী বিতর্ক। একই সঙ্গে সারাদিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হবে জেইউডিও-র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের অংশ হিসেবে থাকছে প্রাক্তন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও ক্যাম্পফায়ার।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।