ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, মে ১, ২০২৫
খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।

পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://admission.ku.ac.bd/ এ প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে পারবেন।
 
মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামীকাল ০১ মে থেকে ০৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ০৮ মে (বৃহস্পতিবার)।
 
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সি ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এবং ১৮ এপ্রিল (শুক্রবার) ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিট (জীব বিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।