ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির গবেষণাখাতে পূবালী ব্যাংকের অনুদান

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
শাবিপ্রবির গবেষণাখাতে পূবালী ব্যাংকের অনুদান শাবিপ্রবির গবেষণাখাতে পূবালী ব্যাংকের অনুদান

(শাবপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারে ২৫ লাখ টাকার অনুদান দিয়েছে বেসরকারি পূবালী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের হাতে এ অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী।

প্রতি বছরের ন্যায় এবছরও শাবিপ্রবির গবেষণাখাতে অনুদান অব্যাহত রাখলো পূবালী ব্যাংক লিমিটেড।

পাশাপাশি প্রথম ছাত্রী হলের ‘ওয়াইফাই’ সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত আরও দুই লাখ টাকার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ড. জাকির হোসেন, ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক বি এম শহিদুল হক প্রমুখ।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গবেষণা কাজে পূবালী ব্যাংকের নিয়মিত অবদানের জন্যে ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরীসহ ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।