ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

জামালপুরে টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
জামালপুরে টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ জামালপুরে টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জামালপুর: শিক্ষকদের অশালীন আচরণ বন্ধ এবং শিক্ষার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (২৪ মে) দুপুরে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এসময় সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়ে অফিসগামী লোকজনসহ সাধারণ মানুষ। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়ায় তারা অবরোধ তুলে নেয়।

শিক্ষার্থীরা বলেন, ফার্ম ও মেশিনারিজ বিভাগের ইনস্টাক্টর ফজলুল হকসহ কয়েকজন শিক্ষক তাদের সঙ্গে প্রায় সময় অশালীন আচরণ করে। এর প্রতিবাদ করলে পরীক্ষার উত্তরপত্রে নম্বর কম দেয়াসহ নানা ধরনের হুমকি দেয়া হয় শিক্ষার্থীদের।

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করার কথা নয়।

তিনি বলেন, অভিযুক্ত শিক্ষকরা খারাপ আচরণের কথা অস্বীকার করেছেন। খারাপ আচরণের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ