ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

পে-কমিশনের সঙ্গে প্রাথমিকের শিক্ষক সংগঠনগুলোর সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৩, অক্টোবর ২০, ২০২৫
পে-কমিশনের সঙ্গে প্রাথমিকের শিক্ষক সংগঠনগুলোর সভা

জাতীয় বেতন কমিশনের (পে-কমিশন) সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে সোমবার (২০ অক্টোবর)।

সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় পে-কমিশন প্রধান শিক্ষক সংশ্লিষ্ট সংগঠন ও সহকারী শিক্ষক সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসবে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সহকারী শিক্ষক সংশ্লিষ্ট সংগঠনগুলো মূলত তাদের ১১তম গ্রেডের যে প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থমন্ত্রণালয়ের সুপারিশসহ পে-কমিশনে পাঠানো হয়েছে তা বাস্তবায়নের বিষয়টি তুলে ধরবেন এবং তাদের উচ্চতর গ্রেড সমস্যা সমাধান ও পূর্বের ন্যায় ৩টি টাইমস্কেল চালু, বর্তমান বাজার খরচ অনুযায়ী বেতনের বেসিক নির্ধারণ, টিফিন ভাতা, শিক্ষাভাতা, চিকিৎসা ভাতা, ২০টি গ্রেড কমিয়ে ১০/১২টি তে নিয়ে দাবি-দাওয়া তুলে ধরবেন।

এমআইএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।