ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ভোলায় জেএসসিতে পাসের হার ৯৮.০৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৬, ডিসেম্বর ২৯, ২০১৬
ভোলায় জেএসসিতে পাসের হার ৯৮.০৪

ভোলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৮.০৪ শতাংশ। মোট পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৮ হাজার ৩১৯ এবং মেয়ে ৮ হাজার ৮৬৪ জন।

ভোলা: ভোলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৮.০৪ শতাংশ।

মোট পাস করেছে ১৭ হাজার ১৮৩ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ছেলে ৮ হাজার ৩১৯ এবং মেয়ে ৮ হাজার ৮৬৪ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৭২ জন। এদের মধ্যে ছাত্র ১ হাজার ৭৮ জন এবং ছাত্রী ১ হাজার ৩৬৪ জন।

ফলাফল বিশ্লেষণে বরিশাল বোর্ডে ভোলা জেলা ২য় স্থান অর্জন করেছে। ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।  

এ বছর জেলা থেকে ১৮ হাজার ৩১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

বরিশাল শিক্ষা বোর্ডের কন্ট্রোলার আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।