ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কুয়েটে সম্মান ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, আগস্ট ৯, ২০১১

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি সম্মান ইঞ্জিনিয়ারিং/বিইউআরপি কোর্সের ২০১১-১২ ইং শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৯ অক্টোবর শনিবার ধার্য করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান বাংলানিউজকে জানান, ৮ আগস্ট সোমবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত সব তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  (www.kuet.ac.bd) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, গত বছরের মত এবারো কুয়েটে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।