ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রেজাল্ট

না’গঞ্জে এইচএসসিতে শীর্ষে মহিলা ও তোলারাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
না’গঞ্জে এইচএসসিতে শীর্ষে মহিলা ও তোলারাম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) শীর্ষস্থান ধরে রেখেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ ও সরকারি তোলারাম কলেজ।

 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ফল প্রকাশিত হয়।

তবে জেলাভিত্তিক ফলাফল না পাওয়ায় কলেজগুলোর আলাদা করে ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

যাতে দেখা যায়, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৮শ’ ১৪ জন, পাস করেছে দুই হাজার ২শ’ ৭১ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৪৪ জন। পাসের হার ৮০ দশমিক ৭০ শতাংশ। সরকারি তোলারাম কলেজে পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৭শ’ ১৫ জন, পাস করেছেন এক হাজার ৮শ’ ৯৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১১৮ জন। পাসের হার ৬০ দশমিক ৭২ শতাংশ।

গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে পরীক্ষার্থী ছিলেন ১৮৭ জন, পাস করেছে ১৮৬ জন, জিপিএ-৫ পেয়েছেন ৮৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ। নারায়ণগঞ্জ কলেজে পরীক্ষার্থী ছিলেন দুই হাজার ৫শ’ ২৪ জন, পাস করেছেন এক হাজার ৫শ’ ২৩ জন, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন। পাসের হার ৬০ দশমিক ৩৪ শতাংশ।
 
এবার জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৫৮৩ জন। এর মধ্যে পরীক্ষার্থী ছিলেন ১৭ হাজার ৮শ’ ৮২। পাস করেছেন ১৩ হাজার ৭০২ জন। জেলা পাসের হার ৭৬ দশমিক ৬২ শতাংশ।

সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।