ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১০০ভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠান কমেছে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মে ১২, ২০১১

ঢাকা: ২০১১ সালের তুলনায় শতকরা ১০০ ভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৯১০টি।

এবার ২০১১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে শতকরা ১০০ভাগ পাশ করেছে ২০১৭টি স্কুলের শিক্ষার্থীরা।



যেখানে গত বছর শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৯২৭ টি স্কুল।

এবার ঢাকা বিভাগে রয়েছে ২৫৬টি স্কুল, রাজশাহী বিভাগে ৭৬টি, কুমিল্লা বিভাগে ১১২টি, যশোর বিভাগে ১৫০টি, চট্টগ্রাম বিভাগে ৪৮টি, বরিশাল বিভাগে ১৮টি, সিলেট বিভাগে ৪২টি, দিনাজপুর বিভাগে ৪৮টি স্কুল। এই সাধারণ আটটি শিক্ষা বোর্ডে মোট ৭৫০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডে ১১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও টেকনিক্যাল বোর্ডে ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।