ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

এবার ২৮ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১২, ২০১১

ঢাকা: এবারের এসএসএসি পরীক্ষায় সারা দেশের ২৮টি প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী পাশ করতে পারেনি।

এর মধ্যে বরিশাল বোর্ডের ১টি, মাদ্রাসা বোর্ডের অধীন ২২টি এবং কারিগরী বোর্ডের ৫টি প্রতিষ্ঠান আছে।



দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ পরিসংখ্যান সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

গত বছর সারা দেশে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৪৯টি। ওই বছর শুধু মাদ্রাসা বোর্ডের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও শিক্ষার্থী পাস করতে পারেনি।

গত ছয় বছরের মধ্যে ২০০৭ সালে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান শতভাগ ব্যর্থ হওয়ার নজির সৃষ্টি করেছিল। ওই বছর সারা দেশের ২৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাশ করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।