ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

শিক্ষা

কুবির সি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
কুবির সি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০১৪-২০১৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার সি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।



এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩৫ শতাংশ পাস নম্বর পেয়েছে বলে জানা গেছে।

মেধাক্রম অনুযায়ী প্রথম ৬৯০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৩০ আসনের বিপরীতে ১৪ হাজার ৭৭০ শিক্ষার্থী আবেদন করে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে ৬৫ শতাংশ অংশগ্রহণ করে।
 
এদিকে, বি ইউটিনের ভর্তি পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে। সি ইউনিটের ফলাফল ও ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.cou.ac.bd এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।