ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

শিক্ষা

কুয়েটের ক্লাস শুরু মঙ্গলবার!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, জুলাই ২৭, ২০২৫
কুয়েটের ক্লাস শুরু মঙ্গলবার!

খুলনা: দীর্ঘ পাঁচ মাস খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

ক্লাস চালু হাওয়ার খবরে বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরেছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সের সকল বিভাগের ভিপি ও সিআর’দের সাথে মতবিনিময়কালে শিক্ষার্থীদের মঙ্গলবার থেকে ক্লাস খোলার আশ্বাস দিয়েছেন।

উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ক্লাস চলবে ইনশাআল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যার যার আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ভিপি, সিআর’দের উদ্দেশ্যে উপাচার্য বলেন, কুয়েটের সুনাম ও গৌরবের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের অবদান এবং প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা। আমি শিক্ষার্থীদের উদ্বেগ ও হতাশা উপলব্ধি করছি। আপনাদের শিক্ষা জীবনের একটি মুহূর্তও যেন নষ্ট না হয়, সেটি আমাদেরও আন্তরিক চাওয়া। প্রশাসন সর্বদা চায় একটি শান্তিপূর্ণ ও সচল একাডেমিক পরিবেশ বজায় রাখতে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, যেকোনো সমস্যা সমাধানে আমরা আন্তরিকভাবে কাজ করছি। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছি, যাতে খুব দ্রুত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু করা যায়। আমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, আমাদের ওপর আস্থা রাখুন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ভিসি-প্রোভিসি এবং ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ভিসিবিরোধী এক দফা দাবিতে। ‎দীর্ঘ প্রায় আড়াই মাস টানা আন্দোলন আমরণ অনশন শেষে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর গত ১ মে চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তী ভিসি নিয়োগ দেওয়ার পর শিক্ষক লাঞ্ছিতের বিচার দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষক সমিতি। এভাবে অস্থিতিশীল পরিস্থিতিতে গত ১৯ মে খুলনা ত্যাগ করেন অধ্যাপক ড. হযরত আলী। এরপর ২২ মে তিনি পদত্যাগ করেন ভিসির পদ থেকে। তবে দুই মাস দুই দিনের মাথায় ভিসি নিয়োগ হলেও কুয়েটের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে পাঁচ মাস ১০ দিন ধরে। দুই মাস দুই দিনের মাথায় বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী কুয়েটের উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুয়েটের প্রশাসনিক ভবনে ড. মো. মাকসুদ হেলালী যোগদান করেন।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।