ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

শিক্ষা

কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, ঢাবিতে বিক্ষোভের ডাক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, এপ্রিল ১৫, ২০২৫
কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, ঢাবিতে বিক্ষোভের ডাক খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

ঢাকা: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থী বহিষ্কারের ঘটনা ‘অন্যায্য’ উল্লেখ করে স্ট্যান্ড উইথ কুয়েট কর্মসূচি ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক বিল্লাহ এই তথ্য জানান।

 

এদিকে কুয়েট শিক্ষার্থীদের ওপর প্রশাসনের চলমান আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।  

দুপুর ১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এতে বুয়েটের বর্তমান শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

এদিকে একই ঘটনায় দুপুর ২টায় সংবাদ সম্মেলনে করবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।