ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নওগাঁ মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
নওগাঁ মেডিকেল কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

নওগাঁ: নওগাঁ মেডিকেল কলেজ ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান।

এসময় ডা.  মো. বুলবুল হাসান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য যা করেছেন, তা সারা বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধুর ব্যক্তিগত এবং রাজনৈতিক বর্ণাঢ্য জীবন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই বঙ্গবন্ধু কর্নার করা হলো।

কর্নারটি দৃষ্টিনন্দন করতে নওগাঁর গণপূর্ত বিভাগের প্রশংসা করেন হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মো. আবু জার গাফফার।

এসময় মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ডা. মো. আব্দুল বারী, ডা. মো. হাবিবুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, ডা. মাহবুব আলম সিদ্দিকীসহ বিএমএ নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।