ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

১৩ বছর পর বৃত্তি পরীক্ষা, রংপুরে অংশ নিল ১০ হাজার ৩২৪ ক্ষুদে শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
১৩ বছর পর বৃত্তি পরীক্ষা, রংপুরে অংশ নিল ১০ হাজার ৩২৪ ক্ষুদে শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের ভিড়

রংপুর: দীর্ঘ ১৩ বছর পর আবারও আলাদাভাবে সারা দেশের মতো রংপুরেও বৃত্তি পরীক্ষা দিয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা। এতে ১০ হাজার ৩২৪ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিটি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর শতকরা ২০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। এতে জেলার ২৬টি কেন্দ্রে ১০ হাজার ৩২৪ জন পরীক্ষায় অংশ নেয়।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই এতোদিন বৃত্তি দেওয়া হতো। কিন্তু গত দুই বছর পরীক্ষা না হওয়ায়, বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, রংপরে সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।