ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নতুন বাজেট ৯ জুন পেশ করা হবে: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
নতুন বাজেট ৯ জুন পেশ করা হবে: অর্থমন্ত্রী

ঢাকা: আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট ৯ জুন (বৃহস্পতিবার) জাতীয় সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাজেটের আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বছর আমরা সবকিছু জানিয়ে করেছি। জনগণ যাতে আরও জানতে পারে, সে রকম তথ্যাদি বিবেচনায় রেখেই আমরা বাজেট সাজিয়েছি। জুনের ৯ তারিখ বাজেট পেশ করা হবে।  

করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা আছে, আসছে বাজেটে এটা বৃদ্ধির কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমাদের আইটেম ওয়াইজ আলোচনা আরও করতে হবে। আমাদের এনবিআর আছে, তাদের সঙ্গে বসতে হবে। আমাদের নিজস্ব মন্ত্রণালয়ের বিভাগ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা বাজেটটি আমরা তৈরি করব। আরও কিছু দিন সময় লাগবে।  

তিনি বলেন, আমাদের দেশের জনগণের যাতে করে ভোগান্তি না বাড়ে এবং তাদের উপর বোঝা যেন বেশি না বাড়ে সেজন্য আমরা কাজ করছি। আমরা আশা করি, সেগুলো কম বেশি আমরা অবশ্যই বিবেচনায় নেবো।

বাংলাদেশ ব্যাংক রিজার্ভসহ অন্যান্য বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু সরকার ভিন্ন কথা বলছে এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এক বছরের যে কাজ সেটার রিফ্লেকশন হবে বাজেটে। সবকিছুর জবাব বাজেটেই পাবেন। বাংলাদেশ ব্যাংকের মূল কাজ হচ্ছে ব্যাংকগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে।  

তিনি বলেন, আমাদের দেশের যে সমষ্টিক অর্থনীতির বিভিন্ন ফান্ডগুলো নিয়ে কাজ করতে হবে। মনিটরিং পলিসিতে তারা যা করার দরকার করছেন। সেজন্য আমরা সুন্দরভাবে পার করতে পেরছি। এখনো বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক যা করবে দেশের সার্বিক পরিস্থিতি এবং আমাদের বাইরের সমস্যাগুলো আছে সেগুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিলে কোন সমস্যা হবে না।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।