ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩ ব্যাংকে নতুন এমডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
৩ ব্যাংকে নতুন এমডি

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকে এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।

অপর দিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (বিকেবি) শিরীন আখতারকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এসই/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।