ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, সেপ্টেম্বর ৭, ২০২৫
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.২৯ শতাংশ

চলতি বছরের আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ।

তবে আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য মতে, আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৭.৬০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৭.৫৬ শতাংশ। যদিও হারের পার্থক্য কম, তবে খাদ্যপণ্যের দাম এখনো বাড়তির দিকেই রয়েছে। গত বছর এ সময় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১১.৩৬ শতাংশ, অর্থাৎ এক বছরে কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাজারে দাম এখনো অনেক বেশি।

এদিকে খাদ্য ছাড়া অন্যান্য পণ্য ও সেবায় (যেমন: ভাড়া, পোশাক, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি) মূল্যস্ফীতি কমে ৮.৯০ শতাংশ, যা জুলাই মাসে ছিল ৯.৩৮ শতাংশ।  
অন্যদিকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো সাধারণ মানুষের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। পাশাপাশি ব্যবসায়ীরাও চাপ অনুভব করছেন।

এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।