ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা শুক্রবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, নভেম্বর ১১, ২০২১
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা শুক্রবার 

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স’র মহাব্যবস্থাপক জী এম আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

এছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় কর্তৃক অনুষ্ঠেয় প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।  

তবে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র আইটি অফিসার এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।  

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপক আজিজুল হক বলেন, পরীক্ষার নতুন সময়সূচি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।