ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে জমে উঠেছে অটোমোবাইল-বাইক প্রদর্শনী 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩২, মে ২, ২০২৫
আইসিসিবিতে জমে উঠেছে অটোমোবাইল-বাইক প্রদর্শনী  ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অটোমোবাইল ও অটোমোটিভ টু-হুইলার বা মোটরসাইকেল প্রদর্শনীতে ক্রেতাদের ভিড় বেড়েছে। ১ মে থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ প্রদর্শনী চলবে ৩ মে (শনিবার) পর্যন্ত।

প্রদর্শনীতে ১৭টিরও বেশি দেশের ১৭৫টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শুক্রবার (২ মে) সকালে সরেজমিনে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা, প্রদর্শক ও দর্শনার্থীর ভিড়ে আইসিসিবি যেন এক উৎসবস্থলে রূপ নিয়েছে। নামি-দামি মোটরগাড়ি, মোটরসাইকেল, ইঞ্জিন ওয়েল, গাড়ির যন্ত্রাংশ সরবারহকারী প্রতিষ্ঠান ও গাড়ি কিনতে ঋণ দেওয়া ব্যাংকের শাখা এ প্রদর্শনীতে সেবা দিতে হাজির হয়েছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো থেকে জানানো হয়, আইসিসিবিতে মানুষের উপস্থিতি দেখে তারা খুবই খুশি। আগেরবার পূর্বাচলে বাণিজ্য মেলায় গাড়ি কেনা বা উৎসাহ নিয়ে দেখতে যাওয়া মানুষের সংখ্যা কম ছিল। কিন্তু আইসিসিবিতে এবার মানুষের সংখ্যা বেশি।  

তারা জানান, ভেন্যু হিসেবে আইসিসিবি রাজধানীর মানুষের হাতের নাগালের কাছে। পূর্বাচলে যেটা ছিল না। এ কারণে এখানে মানুষের উপস্থিত বেশি। বেশি মানুষ আসছে মানে বেশি গাড়ি কেনার ব্যাপারে কন্ট্রাক্ট করবে বা দেখে যাবে মেলা।

তারা বলেন, প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে পণ্যের বিশেষত্ব ও নতুনত্ব তুলে ধরা সম্ভব হচ্ছে; ক্রেতারা যাচাই করতে পারছেন। দূরে হওয়ার কারণে অনেকে যেতেন না পূর্বাচলে।

ভেন্যু ক্রেতাদেরও সুবিধা এনে দিয়েছে।  মোটরসাইকেল ক্রেতা আনারুল আমিন বলেন, এক ছাদের নিচে বিখ্যাত সব কোম্পানির বাইক সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। পালসার দেখবো নাকি এনফিল্ড, নাকি অন্য ব্র্যান্ড। সবগুলোই সেরা, সবই কাছে টানছে। এর মধ্যে থেকে একটি বাইক কিনবো বা কনফার্ম করবো। মেলায় না এলে এমন যাচাই করা সম্ভব হতো না।  

মোটরসাইকেল ব্র্যান্ড স্প্রিডওজি-এর সিনিয়র এক্সিকিউটিভ ফাকরুজ্জামান আল রাজী বললেন, তাদের স্টলে পালসার গাড়ি দেখার জন্য তরুণরা দলে দলে আসছে। প্রদর্শনী উপলক্ষে মূল্য ছাড় আছে। আরও একটি কারণ হলো, পালসারের একটি নতুন ভ্যারিয়েশন যাত্রা শুরু করেছে। এটা তরুণ বাইকাররা দেখছেন। নতুন এ বাইকটির বিশেষত্ব হলো প্রজেক্টর হেডলাইট ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। একটি কোম্পানির ব্র্যান্ড ছাড়া অন্য কোনো কোম্পানির গাড়িতে এ ধরনের প্রযুক্তি নেই।  

পালসার এফ-২৫০ মডেলের এ গাড়ির দাম তিন লাখ ৬৫ হাজার টাকা। প্রদর্শনী উপলক্ষে ১৫ হাজার টাকা ছাড় দিয়ে দুই লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। প্রদর্শনীর প্রথম দিনই এ বাইকের অর্ডার পাওয়া গেছে।        

প্রদর্শনীতে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেনের মতো ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হচ্ছে। টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকছে বাজাজ, স্পিডোজ ইত্যাদি।  হোন্ডা সিটি হাইব্রিড লাল গাড়িটি প্রদর্শনীতে ক্রেতাদের নজর কেড়েছে। গাড়িটির দাম হাঁকানো হয়েছে ৩৯ লাখ টাকা।

এছাড়া বিআর-ভি মডেলের গাড়িটিও ক্রেতাদের মনোযোগ কেড়েছে। গাড়িটির দাম ৮৭ লাখ ৯০ হাজার টাকা। একজন ক্রেতা গাড়িটি মনোযোগ দিয়ে দেখছিলেন। নাম জানাতে অসম্মতি জানিয়ে ওই ক্রেতা বলেন, গাড়িটিতে নতুনত্ব আছে। সিটের সংখ্যাও বেশি। আর্থিক সক্ষম ক্রেতারা গাড়িটি কিনবে।  

গাড়ি কেনার ঋণ সুবিধা নিয়ে বিভিন্ন ব্যাংক হাজির হয়েছে আইসিসিবির প্রদর্শনীতে। ইস্টার্ন, এনআরবি, কমার্সসহ বেশ কয়েকটি ব্যাংক দিচ্ছে এ ঋণ সুবিধা।  

ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তা নাহিদ হাসান জানান, তাদের ব্যাংক থেকে গাড়ি কিনতে পাঁচ লাখ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। পার্সোনাল ঋণের ক্ষেত্রে আরও ২০ লাখ টাকা বেশি ঋণ দেওয়া হবে। গাড়ির ধরন, দাম ভেদে ঋণের তারতম্য হবে।

বৃহস্পতিবার (১ মে) প্রদর্শনীর উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএমএস-গ্লোবাল ইউএসএ এবং এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট এবং গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম এবং সিইএমএস-গ্লোবাল নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।  

প্রদর্শকদের সঙ্গে ছিলেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।