ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের সঙ্গে ডিএমএফআর ও ইডব্লিউভিএম হেলথের চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
সিটি ব্যাংকের সঙ্গে ডিএমএফআর ও ইডব্লিউভিএম হেলথের চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: সিটি ব্যাংক সম্প্রতি ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক বিডি লিমিটেড এবং ইডব্লিউভিএম হেলথ বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।  

এ স্মারকের মাধ্যমে ব্যাংকের সব স্থায়ী কর্মী ও তাদের পোষ্যবর্গ ছাড়াও বিভিন্ন স্তরের গ্রাহকরা বিশেষ ছাড়ে স্বাস্থ্য ও জীবনধারা সম্পর্কিত নানা ধরনের সেবা লাভ করবেন।

   

ডিএমএফআর একটি বিশ্বমানের বায়োসেফটি লেভেল-৩ সম্বলিত মলিকুলার ডায়াগনস্টিক ল্যাব।  

অন্যদিকে ইডব্লিউভিএম জার্মানির ইউরোপিয়ান ওয়েলনেসের ফ্র্যাঞ্চাইজি, যা রিজেনারেটিভ মেডিসিন ছাড়াও সৌন্দর্যবর্ধন, পুষ্টি ও খাদ্যাভ্যাসের ওপর গুরুত্ব প্রদান করে।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব কমার্শিয়াল অ্যান্ড মিডিয়াম বিজনেস মো. আব্দুল ওয়াদুদ এবং ডিএমএফআর ও ইডব্লিউভিএম-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।  

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।