ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপো শুরু শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
খুলনায় বিসিএস ডিজিটাল এক্সপো শুরু শনিবার সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

খুলনা: বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), খুলনা শাখার উদ্যোগে  ‘বিসিএস ডিজিটাল এক্সপো খুলনা-২০১৯’ শুরু হচ্ছে শনিবার (১৬ ফেব্রুয়ারি)। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। খুলনার হোটেল সিটিইনে এ মেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিসিএসসের সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ডিজিটাল প্রযুক্তিপণ্য ও সেবার এ প্রদর্শনীতে মূলত কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যসামগ্রী, নেটওর্য়াক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, তথ্যপ্রযুক্তি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্যের উন্নত ও আধুনিক সংস্করণ প্রদর্শন করা হবে। বিশেষছাড়ও থাকবে মেলায়।

মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি থাকবেন খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস খুলনা শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।