ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাকাব’র নতুন মহাব্যবস্থাপক জহুরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
রাকাব’র নতুন মহাব্যবস্থাপক জহুরুল ইসলাম জহুরুল ইসলাম

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন জহুরুল ইসলাম।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় রাকাব’র জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ সালাহ্ উদ্দিন গাজী বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি জানান, গত ১৩ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জহুরুল ইসলামকে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতির পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পদায়ন করা হয়েছে।

এর আগে তিনি রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৮৩ সালে প্রথম শ্রেণির অফিসার (৫ম গ্রেড) হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ও জোনাল ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।
 
তিনি বিআইবিএম, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি বিষয়ে ১৯৮৩ সালে অনার্সসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন জহুরুল ইসলাম। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad