ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যবসাকেন্দ্র স্থাপন, সম্প্রসারণ, স্থানান্তর, ভাড়া ও ইজারার বিষয়ে একটি পূর্ণাঙ্গ ও কঠোর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৮ মে) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়।
নতুন নীতিমালায় বলা হয়, আবেদনকারী আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক সক্ষমতা, মূলধন পর্যাপ্ততা, শ্রেণিকৃত ঋণের হার, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের আপত্তি, ক্যামেল রেটিং এবং আমানতকারীদের সেবার মান বিবেচনায় নিয়ে অনুমোদন দেওয়া হবে। তবে অনুমোদনের তিন মাসের মধ্যে নির্ধারিত শাখা স্থাপন না হলে অনুমতিপত্র বাতিল বলে গণ্য হবে।
শুধু নতুন শাখা খোলা নয়, বিদ্যমান শাখা ও উপশাখার একীভূতকরণ, রূপান্তর কিংবা বন্ধ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নীতিমালার আওতায় এনবিএফআইগুলো এখন থেকে ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত যেকোনো কার্যক্রম পরিচালনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণের পর তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এরপর বাংলাদেশ ব্যাংক অনুমতি দিলে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে।
জেডএ/এমজেএফ