ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

৫ আগস্ট বন্ধ থাকবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, জুলাই ২১, ২০২৫
৫ আগস্ট বন্ধ থাকবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান

আগামী ৫ আগস্ট সারা দেশে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে দেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানি বন্ধ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোক ও আর্থিক প্রতিষ্ঠান ছুটির আওতাভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটির দিন হিসেবে দেশের সব তফসিলি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সাথে সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং লেনদেনের পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।