ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আলী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আলী ...

চট্টগ্রাম: র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী।

ব্রিগেডিয়ার জেনারেল আলী দীর্ঘ ৩৩ বছরের নৈপুণ্যপূর্ণ সামরিক জীবন সমাপ্ত করেছেন যা নেতৃত্ব, পরিকল্পনা প্রণয়ন, প্রশাসন ও শিক্ষকতার দায়িত্বে মিশ্রিত ছিল।

তিনি একাধিকবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।  

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশ ও বিদেশে নেতৃত্বদান, শিক্ষাদান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সামরিক বাহিনীর অপারেশন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

এছাড়াও তিনি এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালনে অভিজ্ঞ।  

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির একজন স্নাতক। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স, সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ, চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্টাটিজিক স্টাডিজে মাস্টার্স এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্ থেকে এমফিল ডিগ্রি সম্পন্ন করেন।  

ব্রিগেডিয়ার জেনারেল আলী জাতিসংঘ মিশনে কাজ করাকালীন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং ফোর্স কমান্ডার কর্তৃক প্রদত্ত প্রসংশাপত্রপ্রাপ্ত হন। তিনি একজন ভ্রমণপ্রিয় মানুষ। তিনি বই পড়তে এবং গলফ খেলতে ভালোবাসেন।  ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও মেয়ের বাবা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।