ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক কাউন্সিলর অফিসে দুদকের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
চসিক কাউন্সিলর অফিসে দুদকের অভিযান ...

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১, ২৫ ও ২৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। ওয়ারিশান সনদ দেওয়ার বিপরীতে ‍ঘুষ নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ সহকারী পরিচালক মো. এনামুল হকের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়। তাঁর সঙ্গে ছিলেন উপ-সহকারী পরিচালক মো. হামেদ রেজা।

দুর্নীতির অভিযোগের বিষয়ে কাউন্সিলর হুরে আরা বেগম বিউটির কাছে জানতে চান দুদক কর্মকর্তারা।

মো. এনামুল হক জানান, অভিযানকালে সনদ দেওয়ার সময় বকশিস নেন মর্মে উক্ত অফিসের সহায়ক শাহেদ ও জসিম স্বীকার করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি জানান যে, তার অফিসের সহায়ক জসিম ও শাহেদ সনদের বিপরীতে টাকা নেওয়ার বিষয়ে তিনি অবগত নন। এ বিষয়ে কাউন্সিলরকে সতর্ক করা হয়। তিনি জোড়ালোভাবে বিষয়টি সম্পর্কে পদক্ষেপ নেবেন বলে জানান।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।