ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ভর্তি পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ২১ হাজার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, আগস্ট ১৬, ২০২২
চবির ভর্তি পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ২১ হাজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিল ২০ হাজার ৯৬৭ শিক্ষার্থী। যা শতকরা ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন এ-ইউনিটের জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

ভর্তি পরীক্ষার প্রথমদিন দুই শিফটে অনুষ্ঠিত হয় এ-ইউনিটের পরীক্ষা।

সকালের শিফটে ২৭ হাজার ৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকেলের শিফটে ২৭ হাজার ৫৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন। সর্বমোট ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৩৯ জন। শতকরা উপস্থিতির হার ৬১ দশমিক ২১ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।