ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিলেটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো সাইফ পাওয়ারটেক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুন ২২, ২০২২
সিলেটে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালো সাইফ পাওয়ারটেক সিলেটে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ত্রাণ বিতরণ।

চট্টগ্রাম: সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বিপন্ন মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলো দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড।  

বুধবার (২২ জুন) সাইফ পাওয়ারটেকের পক্ষ থেকে ১ হাজার পরিবারে শুকনো খাবার, ওরস্যালাইন, মোমবাতি, শিশুখাদ্য (দুধ পাউডার) ইত্যাদি হস্তান্তর করা হয়েছে।

 

সাইফ পাওয়ারটেকের নির্বাহী পরিচালক (প্রশাসন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান এসব সামগ্রী তুলে দেন সিলেটে বন্যায় উদ্ধার ও পুনর্বাসনকারী সেনা প্রশাসনের হাতে।  

উদ্ধারকাজে নিয়োজিত সেনা প্রশাসন বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সাইফ পাওয়ারটেকের প্রশংসা করেন।

কিছু দিন আগে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ আহতদের পাশে দাঁড়িয়েছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। দুর্যোগে সবসময় সাইফ পাওয়ারটেক মানবতার হাত বাড়িয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।