ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিপক্ষের বন্দুক হামলায় যুবলীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
প্রতিপক্ষের বন্দুক হামলায় যুবলীগ নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় প্রতিপক্ষের বন্দুক হামলায় পৌরসভা যুবলীগের সাবেক আহ্বায়ক জমির উদ্দীনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক আহ্বায়ক জমির উদ্দীন (৫৩), উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম (৩৮) ও  ইকবাল (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, আগামী ২৩ এপ্রিল উপজেলা যুবলীগের ইফতার পার্টি।

অনুষ্ঠানে দাওয়াত দিতে জঙ্গলখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদের বাড়িতে যান কয়েকজন নেতা। দাওয়াত দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর গুলি চালায়।  

এ সময় তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তারা ২৪ নং সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

তবে পাঁচলাইশ ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পটিয়ায় দুইপক্ষের গোলাগুলিতে তিনজন আহত হয়েছেন।

তিনি জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও অন্য দুজন আশঙ্কামুক্ত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।