ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করের ভার লাঘবে আমাদের সদিচ্ছা আছে: এনবিআর চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
করের ভার লাঘবে আমাদের সদিচ্ছা আছে: এনবিআর চেয়ারম্যান ...

চট্টগ্রাম: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, আমরা বিনিয়োগকারীদের সহায়তা করতে চাই যাতে দেশের উন্নতি হয়। ব্যবসাবান্ধব, করবান্ধব দেশ গড়তে চাই।

আমাদের সদিচ্ছা আছে করভার লাঘবে।

দুই বছরে ধাপে ধাপে কর ও ভ্যাটের কোথায় কোথায় বিজনেসের অন্তরায় সেগুলো শনাক্তের চেষ্টা করেছি।

করের বোঝা কমিয়ে নিয়ে আসব। অটোমেশনে দ্রুতগতিতে এগোচ্ছি। দীর্ঘদিনের প্র্যাকটিস, মাইন্ডসেট থেকে সরে আসতে একটু সময় লাগছে।

রোববার (২০ মার্চ) সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ও রিটার্ন সাবমিটে প্র্যাকটিস নিয়ে আমরা কাজ করছি। লবণ চাষিদের পাওনার বিষয়ে শিল্প মন্ত্রণালয়কে বলেছি। অন্য মেকানিজম ব্যবহার করতে হবে। লবণ আমদানি করে সীমিত। শিল্পের চাহিদা ঠিক করে আমদানির পরিমাণ ঠিক করে দিতে হবে। সত্যিকারের আমদানির চাহিদা কত।  

তিনি বলেন, রিটার্ন সাবমিটের হার বাড়াতে হবে। করপোরেট ট্যাক্সে ভালো সংখ্যা শনাক্ত করেছি, যারা ট্যাক্স দেয় না। কিছু সংখ্যক কারখানা বন্ধ। অনলাইন ব্যবসায় ভ্যাট, কর প্রয়োগের দাবি যেমন আছে তেমনি বিপরীত প্রস্তাবনাও আছে। নতুন ও নারী উদ্যোক্তাদের বিকাশমান এ খাতে কঠোর হতে চাই না। সামনে অনলাইন শপিং, ব্যবসার এ খাত বাজারের বড় অংশ দখল করবে।

ইলেকট্রনিক পণ্য সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশি শিল্পের সক্ষমতা বাড়াতে হবে, কোয়ালিটি এনশিওর করতে হবে। আমরা ক্ষুদ্র ও কুটির শিল্পকে এগিয়ে নিতে চাই।  

বিউটি পার্লার থেকে ভ্যাট কমানোর যুক্তি নেই বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম সভায় সভাপতিত্ব করেন। তিনি এনবিআর চেয়ারম্যানের হাতে একগুচ্ছ প্রস্তাবনা তুলে দেন।

এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক বলেন, ঢাকার সঙ্গে চট্টগ্রামের প্রকৃতিগত পার্থক্য রয়েছে। সব শুল্ক স্টেশনে একই হারে শুল্কায়নের দাবি যৌক্তিক। এনবিআর দেশি শিল্পের প্রসার, রাজস্ব আহরণ ও চোরাচালান রোধে কাজ করছে। আমাদের অনুরোধ, সুনির্দিষ্ট প্রস্তাব দিন, এইচএস কোডসহ দিন। আমাদের পুরো দেশ নিয়ে চিন্তাভাবনা করতে হয়।

এনবিআর সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমদ বলেন, ট্যাক্স না দিলে উন্নয়ন হবে না। আইনের বাইরে কেউ কাজ করতে পারবে না। অনলাইন ব্যবসা করের আওতায় আছে, মনিটরিং জোরদার করা হবে।

এনবিআর সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা বলেন, অনেক ভালো ভালো প্রস্তাব এসেছে। সিগারেট বড় রাজস্ব খাত। নকল ব্যান্ড রোল ব্যবহারে রাজস্বের ক্ষতি হচ্ছে। ভ্যাটের পদ্ধতিগত জটিলতা নিরসনে কাজ করছে এনবিআর।

প্রস্তাবনা দেন জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আবুল খায়ের ট্যোবাকোর আবদুল আউয়াল মোহন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার সভাপতি, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী, ট্রাক কাভার্ড ভ্যান মালিক অ্যাসোসিয়েশনের চৌধুরী জাফর, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সোলেমান, ছালামত আলী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী প্রমুখ।

ধন্যবাদ বক্তব্য দেন চেম্বারের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।