ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খেলনার গাড়িতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মার্চ ১৭, ২০২২
খেলনার গাড়িতে ১০টি স্বর্ণের বার পাচারের চেষ্টা! ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর লাগেজের ভেতর খেলনা গাড়িতে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কাস্টম হাউস চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামের এক যাত্রীর লাগেজ স্ক্যান করলে বিষয়টি ধরা পড়ে।

কাস্টম হাউসের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো স্কচটেপ দিয়ে সুকৌশলে পেঁচানো ১০টি স্বর্ণের বার পাওয়া গেছে।  

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।