ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন স্বর্ণপদক বিজয়ী সেই শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, মে ১০, ২০২৫
সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন স্বর্ণপদক বিজয়ী সেই শিক্ষার্থী ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিজ্ঞপ্তির অস্পষ্টতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়া স্বর্ণপদক বিজয়ী সেই শিক্ষার্থী অবশেষে সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

শনিবার (১০ মে) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সুমন আহমেদ।

তিনি বলেন, বিজ্ঞপ্তির অস্পষ্টতা থেকে আবেদন প্রক্রিয়ায় ভুল হয়েছিলো। শেষে যখন জানতে পারি সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবো না, তখন খুব খারাপ লেগেছিল।

পরবর্তীতে বাংলানিউজে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। তারা আমাকে পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ করে দেয়। এখন আমি স্বর্ণপদক বিজয়ী হিসেবে না হলেও গ্র্যাজুয়েট হিসেবে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেয়েছি। আজ সমাবর্তনের কার্ড পেয়ে বিষয়টি নিশ্চিত হলাম।

এর আগে ২৮ এপ্রিল বাংলানিউজে ‘বিজ্ঞপ্তির অস্পষ্টতায় সমাবর্তন বঞ্চিত হচ্ছেন স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থী’ শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে সামনে আসে ঘটনাটি।

চবির ৫ম সমাবর্তন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বাংলানিউজকে বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা তাকে পুনরায় আবেদনের সুযোগ দিয়েছিলাম। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবির ৫ম সমাবর্তন। সাড়ে ২২ হাজারের বেশি গ্র্যাজুয়েটকে নিয়ে আয়োজিত সমাবর্তনটিকে দেশের সর্ববৃহৎ সমাবর্তন বলা হচ্ছে। যেখানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং চবির অর্থনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৪ জন উপদেষ্টা ও ইউজিসি চেয়ারম্যান এই সমাবর্তনে অংশগ্রহণের কথা রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ১০, ২০২৫
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।