ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একদিনে টিকা পেল চট্টগ্রামের ১৪ উপজেলার ৪ লাখ ৩০ হাজার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
একদিনে টিকা পেল চট্টগ্রামের ১৪ উপজেলার ৪ লাখ ৩০ হাজার 

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৪ উপজেলায় ৪ লাখ ২৯ হাজার ২৯৪ জনকে করোনা টিকা আওতায় আনা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তা আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। কোনো ডকুমেন্টস ছাড়া আজ ১৪ উপজেলার ৪ লাখ ২৯ হাজার মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যদি সময় বাড়ানো হয় আমাদের এই কার্যক্রম চালানো যাবে। উপজেলাগুলোর ২০০টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম চালানো হয়।

তবে এখনো পর্যন্ত সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ডের টিকা কার্যক্রমের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, শনিবার চালানো কার্যক্রমে ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৩৪৮৭৪ জন এবং ১৮ বছরের ঊর্ধ্বে ৩ লাখ ৯৪ হাজার ৪২০ জনকে টিকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।