ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গণটিকা নিতে গণমানুষের যুদ্ধ

উজ্জ্বল ধর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
গণটিকা নিতে গণমানুষের যুদ্ধ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের ৪১টি ওয়ার্ডে করোনা প্রতিরোধে শুরু হওয়া গণটিকাদান কার্যক্রমে গণমানুষের ঢল নামে, আগে টিকা নেওয়ার জন্য চলে একপ্রকার যুদ্ধ। চিত্রে তারই নমুনা।

উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ টিকাকেন্দ্রে সকাল থেকে হাজার হাজার মানুষের ভিড়।

টিকা নিতে এসে ৫৫ বছর বয়সী আয়েশা বেগম ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন।

শত শত মানুষের লম্বা লাইন মোস্তফা হাকিম টিকাদান কেন্দ্রে।

বড়দের পাশাপাশি স্কুল শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।

মা লাইন ধরেছে টিকা দিতে। ছোট ছোট সন্তানরা অভিভাবকের কোলে টিকাকেন্দ্রের ছায়াতলে।

লালদিঘি পার্কে ভাসমান ও স্থানীয়দের দেওয়া হচ্ছে করেনার টিকা।

১২ থেকে ১৭ বছর বয়সী নিবন্ধনহীন শিশুদের আলাদা করে দেওয়া হচ্ছে করোনার টিকা।


টিকা গ্রহণে ইচ্ছুক মহিলাদের ভিড় সামলাতে হিমশিম খেয়ে যায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।

টিকা নিতে এসে ভিড়ের চাপে পদদলিত হওয়া থেকে রক্ষা পায় মোস্তফা হাকিম কলেজ কেন্দ্রে আসা এক নারী।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২ 
ইউডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।