ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় চকরিয়ার পুরুষশূন্য পরিবারটির নিরাপত্তা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
সড়ক দুর্ঘটনায় চকরিয়ার পুরুষশূন্য পরিবারটির নিরাপত্তা দাবি সহায়তার অর্থ তুলে দেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতারা

চট্টগ্রাম: চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘পুরুষশূন্য’ পরিবারটির নিরাপত্তা জোরদার ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতারা।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়ায় ওই পরিবারটিকে তারা দেখতে যান।

এ সময় তারা সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাই, এর আগে নিহত ১ ভাইয়ের পরিবারকে ১০ হাজার টাকা করে, তাদের মা মৃণালিণী শীলকে ১০ হাজার টাকা এবং ডুলাহাজারা হাসপাতালে চিকিৎসাধীন হীরা রানি শীলকে ২০ হাজার টাকা সহায়তা দেন।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান তাপস হোড়, মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাবেক মহাসচিব চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত, শিল্প ও বাণিজ্য সচিব সুভাষ দাশ, দফতর সচিব বিকাশ মজুমদার, অর্থসচিব আশুতোষ সরকার, সদস্য অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী উপস্থিত ছিলেন।

 

এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) এ সড়ক দুর্ঘটনায় বেঁচে থাকা গুরুতর আহত রক্তিম শীলের চিকিৎসায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রক্তিম শীলের স্ত্রী সুমনা শর্মার (শান্তা) হাতে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতারা এ সহায়তা তুলে দেন।

>> সেই রক্তিম শীলকে চিকিৎসা সহায়তা

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।