ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সেই রক্তিম শীলকে চিকিৎসা সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
সেই রক্তিম শীলকে চিকিৎসা সহায়তা ...

চট্টগ্রাম: চকরিয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একমাত্র বেঁচে থাকা গুরুতর আহত রক্তিম শীলের চিকিৎসায় বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।  
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রক্তিম শীলের স্ত্রী সুমনা শর্মার (শান্তা) হাতে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের নেতারা এ সহায়তা তুলে দেন।

 

এ সময় বাহিফা মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত, শিল্প ও বাণিজ্য সচিব সুভাষ দাশ, দফতর সচিব বিকাশ মজুমদার প্রমুখ।  

নেতৃবৃন্দ রক্তিম শীলের চিকিৎসায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব পালিতের সঙ্গে কথা বলেন এবং রক্তিম শীলের শিশু পুত্র অন্তিক শর্মা ঋদ্ধি, শাশুড়ি ও পরিবারের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন।

>> চকরিয়ায় দুর্ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।