ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেট্রোপলিটন হাসপাতালে হচ্ছে বিদেশগামীদের করোনা পরীক্ষা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
মেট্রোপলিটন হাসপাতালে হচ্ছে বিদেশগামীদের করোনা পরীক্ষা ...

চট্টগ্রাম: বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার ল্যাব চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল।

বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়।

নগরের জামালখানে অবস্থিত আইসোলেটেড এ ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট মাত্র ৪ থেকে ১২ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন হাসপাতালটির ল্যাব ডিরেক্টর সহকারী অধ্যাপক আবুল হাশেম।

তিনি বলেন, জামালখানে বিদেশযাত্রীদের কোভিড-১৯ আরটিপিসিআর করোনা টেস্ট শুরু করেছি।

সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সব নির্দেশনা অনুসরণ করে বায়ো-সেফটি ও সিকিউরিটি গাইডলাইন মেনে, শতভাগ উন্নতমান বজায় রেখেই আমরা ল্যাব প্রস্তুত করেছি। সঠিক সময়ে নমুনা পরীক্ষণ এবং নির্ভুল রিপোর্ট দিতে আমাদের প্রয়াস থাকবে।  

শুক্রবারসহ প্রতিদিন দুইবার রিপোর্ট ডেলিভারি এবং সরকার নির্ধারিত মূল্যই ফি নেওয়া হবে বলে জানান তিনি।

সরকারি ছাড়াও বেসরকারিভাবে শেভরণ, ইম্পেরিয়াল হাসপাতালে বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।