ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, ফেব্রুয়ারি ৩, ২০২২
গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে পুলিশ ...

চট্টগ্রাম: নগরে বেড়েছে শীত। তাই ছিন্নমূল মানুষের জন্য কম্বল নিয়ে হাজির হয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

 

বুধবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে চান্দগাঁও ও বায়েজিদ এলাকার ছিন্নমূল মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করেন তারা।

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ কমিশনার মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন) মো. সেলিমুর রহমান উপস্থিত ছিলেন।

 

জয়নুল আবেদীন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে আমরা অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ইতিমধ্যে নগরের বিভিন্ন স্থানে শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা নগরের বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।