ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীর ২০ মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ডিসেম্বর ৫, ২০২১
বাঁশখালীর ২০ মামলার আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: বাঁশখালী থানার বৈলছড়ি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামসুল ইসলাম প্রকাশ ডাকাত শামসুকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-৭।  গ্রেফতার শামসুল ইসলাম একই থানার বৈলছড়ি এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় বৈলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামসুল ইসলাম প্রকাশ ডাকাত শামসুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামসুল ইসলামের নামে বিভিন্ন অপরাধে ২০টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।