ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, অক্টোবর ১৪, ২০২৫
সাপের কামড়ে প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

চট্টগ্রাম: বোয়ালখালীতে সাপের কামড়ে মো. বাবুল (৪২) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

বাবুল উপজেলার চরখিজিরপুর সাতগড়িয়াপাড়ার মরহুম নুরুল আজিমের ছেলে।  

বাবুলের আত্মীয় মামুনুর রশিদ বাংলানিউজকে বলেন, বাবুল রাত ৮টার দিকে কাজ থেকে ফিরে  নিজ ঘরের বাঁশের বেড়ায় সরঞ্জাম গুঁজে রাখছিলেন।

এ সময় তাকে সাপে কামড় দেয়। তবে সাপটি দেখতে পাওয়া যায়নি। এরপর বাবুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঁচ ঘন্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।