ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিঅ্যান্ডএফ কর্মচারীর মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, অক্টোবর ২৩, ২০২১
বন্দরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিঅ্যান্ডএফ কর্মচারীর মৃত্যু 

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের তিন নম্বর গেটের ভিতরে জে আর ইর্য়াড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোহাম্মদ সেলিম (৬৫) নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারী নিহত হয়েছে।  

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ সেলিম নগরের আকবরশাহ থানা উত্তর কাট্টলী কুতুব বাড়ির মৃত মূসার ছেলে।

মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ।


হাসপাতালে আনায়কারী সহকর্মী মোহাম্মদ জামাল বাংলানিউজকে বলেন,  জে আর ইর্য়াড এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সেলিম গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে বিকেল সাড়ে পাচঁটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি দিলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১ 
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।