ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, অক্টোবর ৮, ২০২১
ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী আর নেই শাহেদ আজগর চৌধুরী

চট্টগ্রাম: জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি নগরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বিকাল সাড়ে ৩টায় এমএ আজিজ স্টেডিয়ামে ও বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

রাউজান নিবাসী শাহেদ আজগর চৌধুরী ৬ অক্টোবর অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রাজনীতিবিদ ফকির মিয়ার ছেলে শাহেদ আজগর চৌধুরী ছাত্রজীবনে চট্টগ্রাম কলেজের জিএস ছিলেন। তিনি ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত অ্যাথলেট। ক্রিকেট আসর স্টার সামারের আয়োজক তিনি। খেলেছেন স্টার ক্লাব, মোহামেডান ক্লাবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় একযুগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।  

তার মৃত্যুতে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, আবাহনী, মোহামেডান, ব্রাদার্সসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।