ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ১১ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, সেপ্টেম্বর ২১, ২০২৫
চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল, ১১ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানা এলাকায় সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন-মো.ইমরানুল হক রোমান (৪৩), মো.আনোয়ার হোসেন (৩৮), মো.মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো.সাইদুল ইসলাম (২৮) ও হাজী মো.নুরুল হুদা (৫৭)।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ১৫-২০ জন পলাতক রয়েছে। তারা নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) বাবুল আজাদ বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।