চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় পুকুরে ডুবে দুই বছরের এক এতিম শিশুর মৃত্যু হয়েছে।
ওই শিশুর নাম ফরহাদ।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চরলক্ষ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবদুর রহিম মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর চাচি খুরশিদা আক্তার জানান, সকাল বাড়ির লোকজন ঈদের নামাজ পড়তে যায়। ফরহাদ এসময় খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। জন্মের পর শিশুটির মা মারা যায়।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এসি/টিসি