ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে চুরি যাওয়া বাস কুমিরায় উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, জুলাই ৮, ২০২৫
বোয়ালখালীতে চুরি যাওয়া বাস কুমিরায় উদ্ধার  ...


চট্টগ্রাম: বোয়ালখালী থেকে চুরি হওয়া বাসটি সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো.শহিদুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শহিদুল বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের ইছহাক মাষ্টার বাড়ির মৃত মো. রশিদ আলীর ছেলে।

সোমবার (৭ জুলাই) সকালে বাস চুরির ঘটনায় বোয়ালখালী মামলা দায়ের করেন বাস মালিক।

ওইদিন সকাল ৯টায় কুমিরা হাইওয়ে থানার এসআই মো. ফারুক সন্দেহজনক গতিবিধির কারণে বাসটিকে (চট্টমেট্রো ছ-১১-২০৮৪) চালকসহ আটক করেছিলেন। খবর পেয়ে সোমবার দিবাগত রাতে বাসটি উদ্ধার করে বোয়ালখালী থানা পুলিশ।  

মামলার বাদী কাজল দে জানান, আমার ভাই রুবেল দে পেশায় একজন বাস চালক। তার নিজস্ব মালিকানাধীন বাসটি প্রতিদিনের মতো গত রোববার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে রাস্তায় পার্কিং করে সে বাড়িতে চলে যায়। এরপর সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে এসে দেখে বাসটি নেই।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।