চট্টগ্রাম: বোয়ালখালী থেকে চুরি হওয়া বাসটি সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো.শহিদুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের ইছহাক মাষ্টার বাড়ির মৃত মো. রশিদ আলীর ছেলে।
সোমবার (৭ জুলাই) সকালে বাস চুরির ঘটনায় বোয়ালখালী মামলা দায়ের করেন বাস মালিক।
মামলার বাদী কাজল দে জানান, আমার ভাই রুবেল দে পেশায় একজন বাস চালক। তার নিজস্ব মালিকানাধীন বাসটি প্রতিদিনের মতো গত রোববার (৬ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে রাস্তায় পার্কিং করে সে বাড়িতে চলে যায়। এরপর সোমবার (৭ জুলাই) ভোর ৬টার দিকে এসে দেখে বাসটি নেই।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
বিই/পিডি/টিসি