ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১ লাখ ৮৩ হাজার দুস্থ পরিবার পাবে চাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুলাই ৭, ২০২১
চট্টগ্রামে ১ লাখ ৮৩ হাজার দুস্থ পরিবার পাবে চাল প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের ১৫ উপজেলার ১ লাখ ৮৩ হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে বিরতণের ১৮শ ৩০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার। যা ঈদের আগে ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হবে।

 

বুধবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী।

তিনি বাংলানিউজকে বলেন, ভিজিএফ কর্মসূচির আওতায় চট্টগ্রামের ১৫ উপজেলার দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার অতি দরিদ্র এবং দুস্থ ১ লাখ ৮৩ হাজার পরিবার ভিজিএফের ১০ কেজি করে চাল পাবেন। আগামি সপ্তাহের মধ্যে এসব চাল বিভিন্ন উপজেলায় বিতরণের জন্য পাঠিয়ে দেওয়া হবে। চাল বিতরণের জন্য দুস্থ পরিবারের তালিকা তৈরির কাজ চলছে।  

তিনি আরও বলেন, প্রত্যেক ঈদে সরকার গ্রামীণ জনপদের গরীব ও দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল এবং নগদ টাকা বিতরণের উদ্যোগ নেয়। গত ঈদুল ফিতরেও ভিজিএফ কার্ডে চাল বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।