চট্টগ্রাম: ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের ১৫ উপজেলার ১ লাখ ৮৩ হাজার দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে বিরতণের ১৮শ ৩০ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার। যা ঈদের আগে ১০ কেজি করে বিনামূল্যে বিতরণ করা হবে।
বুধবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী।
তিনি বাংলানিউজকে বলেন, ভিজিএফ কর্মসূচির আওতায় চট্টগ্রামের ১৫ উপজেলার দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রত্যেক ঈদে সরকার গ্রামীণ জনপদের গরীব ও দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডের মাধ্যমে বিনামূল্যে চাল এবং নগদ টাকা বিতরণের উদ্যোগ নেয়। গত ঈদুল ফিতরেও ভিজিএফ কার্ডে চাল বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এমএম/এসি/টিসি