ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা ও দেশি অস্ত্রসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, জুন ১৪, ২০২১
ইয়াবা ও দেশি অস্ত্রসহ গ্রেফতার ১ ...

চট্টগ্রাম: নগরের খুলশী থানার আমবাগান রেলগেট এলাকা থেকে ইয়াবা ও দেশি অস্ত্রসহ মো. সুমন প্রকাশ চাকমা সুমন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সুমন কুমিল্লা জেলার চান্দিনা থানার সুরপুর বাজার দুলালের বাড়ি প্রকাশ বয়রা জাহাঙ্গীরের বাড়ির মীর হোসেন মিলনের ছেলে।

 

সোমবার (১৪ জুন) সকাল সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বাংলানিউজকে জানান, আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ১টি স্টিলের টিপ ছোরা ও ৫০ পিস ইয়াবাসহ মো. সুমনকে গ্রেফতার করা হয়েছে।

সুমন জিজ্ঞাসাবাদে  স্বীকার করে যে উদ্ধার হওয়া ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। তার বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ১৪ , ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।