নাম প্রকাশে অনিচ্ছুক ওই রোগী বাংলানিউজকে বলেন, শেভরনে ২৫ জুন নমুনা দিয়ে ২৮ জুন রিপোর্টে করোনা পজেটিভ আসে। সিউর হওয়ার জন্য ইম্পেরিয়াল হাসপাতালে ৩০ জুন নমুনা দিয়ে ১ জুলাই রিপোর্ট পাই।
নগরের চকবাজারের বাদুরতলায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকা ওই ব্যক্তি বলেন, এখন আমি কোনটাকে সঠিক মনে করবো? শেভরনে গেলে বলবে তাদেরটা সঠিক আর ইম্পেরিয়ালে গেলে বলবে তাদেরটাও সঠিক।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, বিভিন্ন কারণে রিপোর্ট পরিবর্তন হতে পারে। যখন প্রথম নমুনা নেওয়া হয়েছিলো তখন করোনার উপস্থিতি ছিলো, পরের নমুনায় হয়তো তার করোনা ছিলো না তাই নেগেটিভ এসেছে। তারপরও কেউ অভিযোগ দিলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবো।
বাংলাদেশ সময়:১৫০০ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
জেইউ/টিসি