ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, জুলাই ১৩, ২০২৫
মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার সাবেক ইউপি চেয়ারম্যান ...

চট্টগ্রাম: মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসে গ্রেপ্তার হয়েছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম।  

শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরের দুই নম্বর গেইট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

 

জানা গেছে, নগরের ২নম্বর গেট এলাকায় সুলতান ডাইনে মেঝ মেয়ে ওয়াফিয়া ইনজামের জন্মদিনের অনুষ্ঠারে যান ইনজামুল হক জসিম। সেখানে আগে থেকেই অবস্থান করছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

তারা জসিমকে ধরে পাঁচলাইশ থানা পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ রয়েছে, গেল বছরের জুলাই-আগস্টে পটিয়ায় ছাত্রদের ওপর হামলায় নেতৃত্ব দেন তিনি ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বাংলানিউজকে জানান, পটিয়া থানার মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যেহেতু পাঁচলাইশ থানাধীন এলাকা থেকে ধরা হয়েছে, তাই পাঁচলাইশ থানা পুলিশ সহায়তা করেছে।  

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, শনিবার রাতে ইউপি চেয়ারম্যান জসিমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।